প্রথমেই বিবেচনা করি কি জিনিস একটি সফটওয়্যারকে লাভজনক করে..
1. একাউন্টিং সিস্টেমঃ একাউন্টস রিপোর্ট থেকে আপনি আপনার ব্যবসার দৈনিক/মাসিক/বাৎসরিক অথবা নির্দিষ্ট তারিখ সিলেক্ট করে রিপোর্ট দেখতে পারবেন। এখন আর আপনাকে বিক্রির ক্যাশ বই নিয়ে হিসেবে বসতে হবে না। আমাদের সফটওয়্যার আপনাকে অটো হিসেব করে দেবে। একদিকে যেমন আপনার হিসেব নিকেশ করতে অনেক সময় বাচতেছে অন্য দিকে এক সফটওয়্যারের ভেতরেই পুরো সেলস এর রিপোর্ট থাকায় সহজেই বছরের যেকোন সময়ের সেলস এর রিপোর্ট, লাভ লসের রিপোর্ট মাত্র কয়েক ক্লিকেই বের করে ফেলতে পারবেন।
2. স্টক ম্যানেজমেন্টঃ নতুন প্রোডাক্ট পার্সেসের মাধ্যমে সফটওয়্যারে নতুন স্টক অ্যাড করতে পারবেন। প্রতিটি সেল অটো আপনার স্টক থেকে প্রোডাক্ট বিয়োগ হয়ে যাবে।
3. কাস্টোমার রিসিপ্ট প্রিন্টঃ এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সহজেই আপনার কাস্টোমারকে রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবেন। সকল প্রোডাক্ট আগে থেকেই সফটওয়্যারে এন্ট্রি করা থাকবে। বিক্রির সময় শুধু প্রোডাক্টগুলো সিলেক্ট করে ক্যাশ রিসিপ্ট বা মেমো করে দিতে পারবেন। এতে ক্যাশ রিসিপ্ট দেয়া অনেক দ্রুত হবে এবং স্মার্ট হবে।
4. অনলাইন এক্সেসঃ পুরো সফটওয়্যারটি অনলাইনে থাকায় আপনি পৃথিবীর যেকোন প্রান্ত থেকে পিসি/ল্যাপটপ বা মোবাইল থেকে সফটওয়্যারে লগইন করে আপনার শপ বা প্রতিষ্ঠানের সেলস রিপোর্ট দেখতে পারবেন এবং সফটওয়্যার ম্যানেজ করতে পারবেন।
5. অনলাইন ডাটাবেজঃ আর নয় পুরাতন খাতার হিসেব। পুরো ব্যবসায়ীক হিসেব থাকছে এখন অনলাইনে এক সফটওয়্যারের ভেতরেই। তাই হিসেবের খাতা হারিয়ে যাওয়া বা নস্ট হয়ে যাবার আর ভয় নাই। পুরো ডাটাবেজ অনলাইন ক্লাউডে থাকবে সুরক্ষিত।
আর এভাবেই আপনার ব্যবসা হবে এখন আরো স্মার্ট ও সহজ। তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিন আপনার ব্যবসার সহজ সমাধান।